বাগোয়ান সুদর্শন বিহারে কঠিন চীবর দান

| রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৩৭ পূর্বাহ্ণ

রাউজান বাগোয়ান সার্বজনীন সুদর্শন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান গত ২৯ অক্টোবর অধ্যাপক বিপুলানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পাঁচখাইন কেন্দ্রীয় অমরানন্দ বিহারের অধ্যক্ষ তিসসানন্দ মহাথেরো। বিশেষ অতিথি ছিলেন বিপসসী মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন ডক্টর প্রিয়দর্শী মহাথের। ধর্মদেশনা করেন অমৃতনন্দ থের, কীর্তিপাল থের, বোধিশ্রী থের, শ্রদ্ধাশ্রী থের,সত্যানন্দ ভিক্ষু, করুনাশ্রী ভিক্ষু প্রমুখ। উদ্বোধক ছিলেন বিহারের অধ্যক্ষ সত্যানন্দ থের। স্বাগত বক্তব্য রাখেন সিদ্ধার্থ বড়ুয়া এফসিএ। সভা সঞ্চালনায় ছিলেন চম্পক বড়ুয়া।
খাগড়াছড়ি মৈত্রী বিহার

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ির কল্যাণপুর মৈত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিহার প্রাঙ্গণে উষা বন্দনা, সংঘদান, অষ্ট পরিস্কার দান, পঞ্চশীল প্রার্থনা, প্রদীপ পূজা প্রভৃতি ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়েছে। ভান্তে কর্তৃক প্রবজ্জা গ্রহণ, পর জন্মে জ্ঞান লাভের উদ্দেশ্যে পিদিমা বা কল্পতরুতে দান করেন ধর্মপ্রান মানুষ।

পূর্ববর্তী নিবন্ধভালো আছেন কৃতি!
পরবর্তী নিবন্ধমুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাস্ক বিতরণ