বাগেরহাটের সেই ছাত্রলীগ নেতার জামিন

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

সমপ্রতি স্ত্রীসন্তান হারানো নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী। আদেশের বিষয়টি সুলতানা আক্তার রুবী নিশ্চিত করেছেন। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধএনসিপি বান্দরবান জেলা সদস্য সচিবের পদত্যাগ
পরবর্তী নিবন্ধউখিয়ায় বন বিভাগের অভিযানে দু’টি অবৈধ ডাম্পার গাড়ি জব্দ