শুদ্ধ সংগীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে শিক্ষার্থীদের দক্ষতা, উন্নতি বা সাফল্য নির্ধারণের লক্ষ্যে বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজনে দুইদিনব্যাপী উচ্চাঙ্গ সংগীতের উপর লিখিত, কণ্ঠ ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ান বাজারস্থ সিএন্ডবি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রবেশিকা থেকে ষষ্ঠ শ্রেণির প্রায় ৩০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহ–প্রধান শিক্ষক শেখর ঘোষ আপন, অধ্যক্ষ রিষু তালুকদার, লায়ন কৈলাস বিহারী সেন, যীশু সেন, উৎপল চক্রবর্তী প্রমুখ। অন্যদিকে আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে অনুষ্ঠিত ব্যবহারিক কণ্ঠ ও মৌখিক পরীক্ষায় বিচারক ছিলেন সংগীত গুরু দীপক শীল, রাজেশ সাহা ও রিষু তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।