বাগীশ্বরী সংগীতালয়ের বার্ষিক সংগীত মূল্যায়ন অনুষ্ঠান

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৯ পূর্বাহ্ণ

শুদ্ধ সংগীতের ধারাকে চলমান রাখার দৃঢ় প্রত্যয়ে বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজনে সংগীত বিভাগের বার্ষিক মূল্যায়ন কণ্ঠ ও মৌখিক পরীক্ষা গত শনিবার চট্টগ্রাম আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের সংগীত সাধনার অগ্রগতি ও নান্দনিক দক্ষতা মূল্যায়ন করা হয়। পরীক্ষায় বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী মনিশ চৌধুরী, কণ্ঠশিল্পী সঞ্জীব নাথ এবং কণ্ঠশিল্পী রিষু তালুকদার। কণ্ঠসংগীতের সঙ্গে তাল ও লয়ের নিখুঁত সমন্বয়ে তবলা সংগতে ছিলেন তবলাশিল্পী রূপক ভট্টাচার্য, পলাশ দে এবং সৌমেন দাশ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যীশু সেন। মূল্যায়ন অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন লায়ন কৈলাশ বিহারী সেন, প্রফেসর ঊর্মিলা রানী ভৌমিক, ডা. সৌমিত্র দাশ, সুজন চৌধুরী, প্রভাষক ঝুমুর খাস্তগীরসহ সংগীত ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বাগীশ্বরী সংগীতালয়ের এই বার্ষিক মূল্যায়ন শুধু একটি পরীক্ষা নয়, বরং শুদ্ধ সংগীত চর্চার প্রতি দায়বদ্ধতা ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আয়োজকরা জানান, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সংগীত মনন ও নান্দনিক বিকাশ আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রশংসিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাইন্দং মগধেশ্বরী মন্দিরে ধর্মসভা
পরবর্তী নিবন্ধ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করল রাউজান ক্লাব