বাগীশ্বরী সংগীতালয়ের উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

বাগীশ্বরী সংগীতালয়ের চতুর্মাসিক উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান গত ১৬ জানুয়ারি আন্দরকিল্লাস্থ বাগীশিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্ত, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ছন্দা শর্মা। সভাপতিত্ব করেন সংগীতালয়ের সভাপতি কৈলাশ বিহারী সেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রিষু তালুকদার। বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন পরিষদের সমন্বয়ক বউৎপল চক্রবর্তী, সার্বিক তত্ত্বাবধানকারী সাংবাদিক যীশু সেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী রিমন সাহা সাহা।

উচ্চাঙ্গ সংগীত পরিবেশনায় ধ্রুপদ, চতুরঙ্গে অংশগ্রহণ করেন বাগীশ্বরী সংগীতালয়ের সমবেত শিল্পীবৃন্দ। এছাড়াও উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন শিল্পী রাজীব দাশ, শিল্পী স্নেহা মজুমদার, যুগল পরিবেশনা করেন শিল্পী ডা. সৌমিত্র দাশ ও শিল্পী বিজয় দেবনাথ, তবলাশিল্পী সুরজিৎ সেন, রূপক ভট্টাচার্য, পলাশ দে ও সৌমেন দাশ। নৃত্য পরিবেশন করেন স্বস্তিকা নন্দী, সহেলি চৌধুরী। উল্লেখ্য অনুষ্ঠানে বাগীশ্বরী সংগীতালয়ের বার্ষিক সংগীত মূল্যায়ন পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, উচ্চাঙ্গ সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও নান্দনিক চেতনার গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সময়ে বাণিজ্যিক প্রবণতার চাপে শুদ্ধ সংগীতচর্চা অনেকাংশে উপেক্ষিত হলেও নিয়মিত সাধনা, গুরুশিষ্য পরম্পরা এবং এমন আয়োজনের মাধ্যমে এই ধারাকে টিকিয়ে রাখা সম্ভব। তারা আরও বলেন, নতুন প্রজন্মকে শুদ্ধ সংগীতের প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের অনুষ্ঠান ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত রাখা অত্যন্ত প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধ‘বউ প্যারা দেয়’
পরবর্তী নিবন্ধনীল নদের পানি নিয়ে মিশর-ইথিওপিয়া দ্বন্দ্ব, মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের