বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগীশ্বরী সংগীতালয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘রবীন্দ্র–নজরুল জয়ন্তী’। সাংস্কৃতিক এই আয়োজনে সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন অধ্যক্ষ রিষু তালুকদার। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি–পেশার সাংস্কৃতিক ও সমাজসেবী ব্যক্তিত্ব। আলোচনায় অংশগ্রহণ করেন লায়ন কৈলাশ বিহারী সেন, সাংবাদিক যীশু সেন, প্রকৌশলী রিমন সাহা, ডা. সৌমিত্র দাশ, প্রভাষক ঝুমুর খাস্তগীর, চুমকি সেন, মো. আলমগীর, নাদিয়া সুলতানা, নয়ন গুহ, সোহান হোসেন, প্রকৌশলী সৌমেন দাশ, বৃষ্টি ঘোষ ও অপর্ণা চৌধুরী। আলোচনায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম শুধু দুই কবি নন, তাঁরা আমাদের সাহিত্য, সংগীত ও মানবতার অনন্য দিকপাল। তাঁদের রচনার ভ্লেতর রয়েছে জীবনের গভীরতা, মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজ পরিবর্তনের আহ্বান। রবীন্দ্রনাথের দর্শন আমাদের আত্মার মুক্তির পথ দেখায়, আর নজরুল আমাদের বিদ্রোহী চেতনায় উজ্জীবিত করে। প্রেস বিজ্ঞপ্তি।