বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সাধারণ সভা

| শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারীর নন্দীরহাটস্থ শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) হাটহাজারী উপজেলা সংসদের বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা সংসদের সভাপতি চন্দন নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামসুন্দর বৈষ্ণবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। আশীর্বাদক ছিলেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের উপদেষ্টা পণ্ডিত সুকান্ত চক্রবর্তী। উদ্বোধক ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উপদেষ্টা অধ্যাপক রাজীব বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সিনিয়র সহসভাপতি শিক্ষক শিবু কুমার দাশ, সমাজসেবক আশীষ দে মণি। প্রধান বক্তা ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী। অতিথি ছিলেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের উপদেষ্টা পরিমল কান্তি নাথ, তপন পাল, কৃষ্ণপদ চৌধুরী, জুয়েল চন্দ্র মহাজন, শিবলু দাশ, বিধান বণিক, সুমন ধর, শংকর নাথ, ছোটন দাশ, রনজিত কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুদীপ নাথ ও নৃত্য পরিবেশন করেন অর্পিতা বণিক। সাংগঠনিক বক্তব্য রাখেন নারায়ণ গোস্বামী, সুজন বণিক, প্রবাস বিকাশ রুদ্র, রাজীব মজুমদার, রুবেল চন্দ্র নাথ, শ্রীকান্ত দেসহ বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের আওতাধীন সংসদ সমূহের প্রতিনিধিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধহাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলনী আজ