হাটহাজারী উপজেলা সংসদের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের প্রশিক্ষণ গতকাল মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাগীশিক ফরহাদাবাদ, ধলই, নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়ন সংসদের যৌথ আয়োজনে এই মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ১ম সপ্তাহে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। কর্মশালার উদ্বোধন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ নির্বাহী সদস্য সাংবাদিক বাবলু দাশ। সম্মানিত অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদ সভাপতি শুভাশীষ চৌধুরী, সহ–সভাপতি রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, সাধারণ সম্পাদক শিবু দাশ, বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কর্মকর্তা রাসকিন চৌধুরী, সিনিয়র সদস্য বাসু চৌধুরী, বাগীশিক মানিকছড়ি উপজেলা সংসদ সাধারণ সম্পাদক সুজন নাথ। বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সহ–সভাপতি ডা. বাসুদেব ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন নাথের পরিচালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদ প্রতিষ্ঠাতা সভাপতি নারায়ন গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর বৈষ্ণব, অর্থ সম্পাদক রুবেল চন্দ্র নাথ, সহ সাংগঠনিক সম্পাদক সুদীপ নাথ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সজিত নাথ, বাগীশিক ফরহাদাবাদ ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক মানিক নাথ, বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক আশিষ রায়, প্রকাশ চন্দ্র শীল, ঝন্টু ধর, সাধন নাথ, সুমন নাথ সহ চারটি ইউনিয়ন সংসদের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণ কর্মশালার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন বাগীশিক হাটহাজারী পরিবারের শিক্ষার্থী শ্রীমানি ইন্দ্রা হাজারী। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। আগামী ২১ জুলাই যথাস্থানে যথাসময়ে মাসব্যাপী কর্মশালার ২য় পর্ব অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












