বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের ৩য় কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান গতকাল শুক্রবার দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে ভোলানন্দগিরি আশ্রম প্রাঙ্গণে সম্পন্ন হয়। বাগীশিক সীতাকুণ্ড উপজেলা সংসদের সভাপতি প্রবাস বণিকের সভাপতিত্বে ও সহ–সাধারণ সম্পাদক মানস অধিকারী ও সাংগঠনিক সম্পাদক সাগর দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন শীতলপুর লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ গোবিন্দ ব্রহ্মচারী।
মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ভোলানন্দ গিরি সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী উমেশ্বানন্দ গিরি মহারাজ। উদ্বোধক ছিলেন তপনানন্দ গিরি মহারাজ। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা শম্ভু দাশ। মহান অতিথি ছিলেন লায়ন দিলীপ কুমার শীল, তপন ধর, লায়ন কৈলাশ বিহারী সেন, শুভাশীষ
চৌধুরী, গৌরাঙ্গ প্রসাদ ভট্টাচার্য, সুনির্মল সেন, পলাশ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাস্টার শিবু কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন নিকু শীল, পরিমল দাশ, ছোটন দাশ, দেবব্রত গোলদার, বাসুদেব চৌধুরী, রতন দাশ, বিমল চন্দ্র নাথ, আশীষ শর্মা, মৃদুল বণিক, স্বপন কুমার নাথ, রবিন সাহা। স্বাগত বক্তব্য রাখেন
বিপ্লব নন্দী। গীতাপাঠ করেন ভোলানন্দগিরি সেবাশ্রমের শিক্ষার্থীবৃন্দ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন গীতাঞ্জলি সংগীতালয় গোষ্ঠী। আরো উপস্থিত ছিলেন ননী গোপাল দেবনাথ, বলরাম ভৌমিক, মাস্টার দীপক সাহা, শ্যামল দাশ, লালন দাশ, শ্যামল রুদ্র, রাহুল শর্মা, মানিক শীল, নয়ন দেব, ডা. মানিক, ডা. প্রণব নাথ, নির্মল নাথ, যুবরাজ শীল, নিমাই দাশ, শিমুল দেব, বাদল দাশ, রিপন নিযোগী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।