বাগীশিক সদরঘাট থানা সংসদের সভা

| শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বাগীশিক সদরঘাট থানা সংসদের আলোচনা সভা ও ত্রিবার্ষিক সম্মেলন গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর আলকরণ দোভাষ কলোনীর রামঠাকুর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ১ম পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর। সম্মেলন প্রস্তুতি

 

কমিটির আহবায়ক ও হ্যালো ডাক্তার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডা. সজীব তালুকদারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের

সাবেক উপসম্পাদক শওকত হোসেইন। সংবর্ধিত অতিথি ছিলেন কাউন্সিলর আতাউল্লা চৌধুরী, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, কাউন্সিলর পুলক খাস্তগীর, কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহিলা কাউন্সিলর নিলু নাগ, জেলা পরিষদ সদস্য ইঞ্জিঃ ইসলাম আহমেদ, মো. ইব্রাহিম,

রিপন কিশোর রায়। বাগীশিক সংস্কৃতি ফোরামের সদস্য পম্পী দাশ, রূপা রায় চৌধুরী, অনন্যা সেন নিপা, পূজা মিত্র, চৈতী মজুমদার, পাঁপড়ি শীল, প্রিয়াংকা দের পরিচালনায় অনুষ্ঠিত হয় সমস্বরে গীতাপাঠ, চণ্ডীপাঠ, নৃত্য, ভক্তিমূলক সঙ্গীত ও দলীয় সঙ্গীত। বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয়

চক্রবর্তী মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় ২য় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন লায়ন অসিত সেন, অধ্যাপক বনগোপাল চৌধুরী, আশুতোষ সরকার, ঝুন্টু চৌধুরী, রিটন সূত্রধর, সোহেল দাশ, উত্তম

দে মুন্না, বাপ্পী দাশ, মৌসুমী চৌধুরী, বাবু দত্ত, মাধব চক্রবর্ত্তী। সম্মেলনে সকলের সর্বসম্মতিক্রমে ডা. সজীব তালুকদারকে প্রধান উপদেষ্টা, প্রকাশ রায় পুরোহিতকে সভাপতি ও অশোক দাশকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ২০২৩২০২৫ সালের জন্য কার্যকরি কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের সভা
পরবর্তী নিবন্ধঅধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের সভা