বাগীশিক মহানগর সংসদের সভা

| শনিবার , ২ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে গীতা প্রদান উপলক্ষে সভা গত ৩১ আগস্ট নগরীর নন্দনকানন পুলিশ প্লাজাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামচট্টগ্রামের সভাপতি ও বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা শিবু প্রসাদ দত্ত।

সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ধর্মতত্ত্ববিদ সুদর্শন চক্রবর্তী, বাগীশিক মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন, বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী।

আরো উপস্থিত ছিলেন বাগীশিক মহানগর সংসদের কর্মকর্তা লায়ন প্রদীপ চক্রবর্তী, উত্তম শীল, ডা. বিবরণ দাশ, সোহেল দাশ, প্রকৌশীল উত্তম দে মুন্না, রাজ কুমার আচার্য্য, সুমন সেন, মাধব চক্রবর্তী, অনিল কুমার আচার্য্য, বাবু দত্ত, রাজেশ পাল, মৌসুমী চৌধুরী, অতশী রানী দাশ, শতদল ভট্টাচার্য্য, অ্যাড. পলাশ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন গীতা স্কুলের জন্য শিবু প্রসাদ দত্তের পক্ষ থেকে মহানগর সংসদকে গীতা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ড শাখার সভা
পরবর্তী নিবন্ধখলিফাপট্টি দর্জি শ্রমিকলীগের সভা