বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের বার্ষিক গীতা পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ২১ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। বাগীশিক মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান উপদেষ্টা অজয়কৃষ্ণ দাশ মজুমদার। এতে আশীর্বাদক ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি সমাজসেবক ঝুন্টু চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, প্রকৌশলী আশুতোষ দাশ, আশুতোষ সরকার, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, সুকুমার দাশ, পৃষ্ঠপোষক স্বপন সাহা, মানিক রতন শর্মা, সাবেক সভাপতি নিখিল রঞ্জন রায়, বরুণ হাজারী, বাগীশিক উত্তর জেলার সভাপতি লায়ন শুভাশীষ চৌধুরী ও বাগীশিক দক্ষিণ জেলার সভাপতি পুলক চৌধুরী। বাগীশিক মহানগর সংসদের কর্মকর্তা উত্তম শীল ও ডা. বিবরণ দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগীশিক মহানগর সংসদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী উত্তম দে মুন্না ও শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষক রণি চক্রবতী। প্রেস বিজ্ঞপ্তি।












