বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সমন্বয় সভা

| শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ১১:০৬ পূর্বাহ্ণ

বাগীশিক চট্টগ্রাম মহানগর ও থানা সংসদের অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক গীতা পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষে সংগঠনের উপদেষ্টা ও পৃষ্ঠপোষকমণ্ডলীর সাথে মহানগর সংসদ ও উৎসব কমিটির সমন্বয় সভা গত ১২ সেপ্টেম্বর নগরীর নন্দনকানন পুলিশ প্লাজার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উৎসব কমিটির আহবায়ক ও মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের প্রধান উপদেষ্টা অজয় কৃষ্ণ দাশ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, প্রকৌশলী আশুতোষ দাশ, পৃষ্ঠপোষক তপন কান্তি রায়, উপদেষ্টা আশুতোষ সরকার, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, সুকুমার দাশ, লায়ন মানিক রতন শর্মা, পৃষ্ঠপোষক স্বপন সাহা, সাধন দত্ত, রঞ্জন সাহা, সঞ্জয় চক্রবর্তী মানিক। বাগীশিক মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন লায়ন প্রদীপ চক্রবর্তী, উত্তম শীল, ডা. বিবরণ দাশ, রিটন সূত্রধর, প্রকৌশলী উত্তম দে মুন্না, সুমন সেন, রাজেশ পাল, প্রকৌশলী বাসুদেব সেনগুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে আনজুমানে মুহিব্বীনে আহলে বায়তে খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধএবার ‘নিখোঁজ’ চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শিংফু