বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সাধারণ সভা

| শনিবার , ২৯ অক্টোবর, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংগঠনের সভাপতি প্রদ্যুৎ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন লক্ষ্মী নারায়ণ কৃপানন্দ মহারাজ ও বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি দিলীপ কুমার ভট্টাচার্য।

উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী। সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের প্রধান উপদেষ্টা অজয় কৃষ্ণ দাশ মজুমদার। মহান অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন।

প্রধান আলোচক ছিলেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, তপন কান্তি রায়, প্রকৌশলী আশুতোষ দাশ, আশুতোষ সরকার, কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাবেক সহ-সভাপতি ঝুন্টু চৌধুরী, মহানগর সংসদের উপদেষ্টা সুকুমার দাশ, উত্তম মহাজন (নব), স্বপন সাহা, লায়ন মানিক রতন শর্মা, সাবেক সাধারণ সম্পাদক রন্‌জন সাহা, বাগীশিক উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশীষ চৌধুরী, সাধারণ সম্পাদক শিবু দাশ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বাগীশিক কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর, থানা সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন মহানগর সংসদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক। আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক সুমন সেন। সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন ডা. বিবরণ দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় শ্যামা পূজা দীপাবলী উৎসব
পরবর্তী নিবন্ধআমির ভাণ্ডার দরবার জেয়ারতে আজমীর শরীফের খাদেম