বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদ আয়োজিত প্রথমবারের মতো বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা আগামীকাল শুক্রবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত এক অভিন্ন সিলেবাসে সারাদেশে বিভিন্ন মঠ–মন্দিরে, বিদ্যালয়–কলেজে অর্থাৎ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বাগীশিক কেন্দ্রীয় সংসদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন পরীক্ষা বিষয়ক বোর্ডের সদস্য সচিব ও কেন্দ্রীয় উপদেষ্টা লায়ন শম্ভু দাশ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম মহানগরে ১১টি থানায় ৮টি কেন্দ্রে প্রায় ২৫০০ শিক্ষার্থী, উত্তর জেলার ৭টি উপজেলায় ১৫টি কেন্দ্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থী এবং দক্ষিণ জেলার ৮টি উপজেলায় ১৫টি কেন্দ্রে প্রায় ৬,৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়াও ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট ও অন্যান্য জেলাসহ সারাদেশ থেকে প্রায় ৫০ হাজার শিক্ষার্থীরা অংশ নেবে। সর্বক্ষেত্রে, সর্বস্তরে বিভিন্ন মহানগর, থানা, জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন সংসদগুলো সমন্বয় সাধন করবে।
বাগীশিক কেন্দ্রীয় সিনিয়র সহ–সভাপতি ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন, অ্যাড. দিলীপ কুমার ভট্টাচার্য্য, শিবু প্রসাদ দত্ত ও অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, সভাপতি ঝুন্টু চৌধুরী, সহ–সভাপতি অধ্যাপক বিশ্বজিৎ রায় চৌধুরী ও এস প্রকাশ পাল, তপন কান্তি নাথ, পলাশ কান্তি নাথ রণী, সুমন দাশ, বৃষ্টি বৈদ্য, বিপ্লব আচার্য্য, নোবেল কিশোর চৌধুরী, লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, ডা. অপূর্ব ধর, পুলক চৌধুরী, মাস্টার শিবু কুমার দাশ, বাসু চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












