দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান সমপ্রতি জানিয়েছিলেন এলিটা করিম ও প্রীতম হাসানের সঙ্গে একটি মিউজিক্যাল ফিল্মে কাজ করার কথা। এবার জানালেন, ‘বাগান বিলাস’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মটির মুক্তির খবর। খবর বাংলানিউজের।
সামাজিকমাধ্যম ফেসবুকে জয়া আহসান জানান, আজ সোমবার রাত ৯টায় মুক্তি পাবে ‘বাগান বিলাস’। তবে কোন প্ল্যাটফর্মে এটি আসবে, জানা যায়নি। ফেসবুকে পোস্টারের সঙ্গে ৩০ সেকেন্ডের টিজারও শেয়ার করেছেন জয়া।
জানা গেছে, এটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম। তিনি রোজা নামেই পরিচিত। এর আগে সিনেমাটি নিয়ে জয়া বলেছিলেন, আমাদের তিনজনের প্রথম একসঙ্গে কাজ, দারুণ অনুভূতি। শুটিং করেছি, আড্ডা দিয়েছি। তারা গানের মানুষ। প্রীতম তো নিয়মিত অভিনয়ও করে। আমাদের যে ধরনের গল্পে অভিনয় করতে হয়েছে, তার মধ্যে সময়ের দারুণ উপস্থাপন খুঁজে পাবেন দর্শক। নির্মাতা জানান, দেশের দর্শকদের জন্য দারুণ একটি মিউজিক্যাল নিয়ে আসছেন।
তিনি বলেন, সামাজিক একটা সংকট এতে রয়েছে। এটাকে একাকিত্বের গল্প বলা যায়। যে গল্পটি আমাদের চারপাশের। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। সমপ্রতি জয়াকে দেখা গেছে নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘২ষ’–তে। সিরিজের শেষ পর্ব ‘বেসুরা’য় ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়ে চমকে দিয়েছিলেন তিনি।