বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দিলে খারাপ কিছু ঘটবে : ট্রাম্প

এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয় : ট্রাম্পকে তালেবান কর্মকর্তা

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রকে বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে আফগানিস্তানের সঙ্গে ‘খারাপ কিছু’ ঘটবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘাঁটিটি পুনরুদ্ধারে সেনা পাঠোনোর সম্ভাবনাও বাতিল করেননি তিনি। তবে গতকাল তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত বলেন, এই ঘাঁটি নিয়ে কোনো চুক্তি সম্ভব নয়। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেছেন, বাগরাম বিমান ঘাঁটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র, আফগানিস্তান যদি ফিরিয়ে না দেয়, তবে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে চায়। এর প্রতিক্রিয়ায় গতকাল আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ ফাসিহউদ্দিন ফিতরাত বলেন, সম্প্রতি কিছু লোক বলেছেন যে তারা বাগরাম বিমানঘাঁটি ফিরিয়ে নেওয়ার জন্য আফগানিস্তানের সঙ্গে আলোচনা শুরু করেছেন। আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়। আমাদের এর কোনো প্রয়োজন নেই। খবর বিডিনিউজের।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ার হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধের শুরুর দিকেই বিমান ঘাঁটিটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে আসে। তার ২০ বছর পর, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ঘাঁটিটি তালেবানের দখলে যায়। ত শুক্রবার ওভাল দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে তিনি আফগানিস্তানের সঙ্গে কথা বলছেন।

আফগান কর্মকর্তারা অবশ্য সেদিনই তাদের দেশে মার্কিন বাহিনীর পুনঃউপস্থিতির যে কোনো সম্ভাবনাকে খারিজ করে দিয়েছিলেন। রয়টার্স জানিয়েছে, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করা দেশটিতে ফের আক্রমণ করার মতো দেখাতে পারে, সেখানে ১০ হাজারেরও বেশি সেনার পাশাপাশি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমহালয়ার মধ্যদিয়ে শুরু হলো দুর্গোৎসবের ক্ষণ গণনা
পরবর্তী নিবন্ধআবারও হারলো পাকিস্তান