শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশে ও বিদেশে যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি বিনিয়োগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। গতকাল মঙ্গলবার সকালে ১৫নং বাগমনিরাম ওয়ার্ডে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুস্থদের মাঝে রিকশা-ভ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল এ কথা বলেন।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শওকত উল্লাহ সোহেলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও যুব সংগঠক এম আর আজিম। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশর, সাইফুল ইসলাম রাসেল, মহানগর যুবলীগ নেতা হাবিবুল্লাহ নাহিদ, ফখরুল ইসলাম অংকুর, আসিফুর রহমান মুন্না, শরফুদ্দিন চৌধুরী রাজু, মো. কফিল উদ্দিন, আলী রেজা পিন্টু, সোহেল ইমরান, এস ইউ জোবায়ের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।