১৫নং বাগমনিরাম ওয়ার্ডে নিম্ন আয় ও ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, আওয়ামী লীগ নেতা শাহজাহান রতন, আব্দুল জলিল, শিশির দে, আহিল সিরাজ, মো. শাহজাহান, কামরুল হাসান, আহমদুল হক আনোয়ার, সাইফুল আজম, মো. ইসমাইল প্রমুখ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বশির আহমেদ, আনোয়ার হোসেন, আজাদ হোসেন, হাজী জসিম মিয়া, ইকবাল রাসেল, আরিফুল আলম আসিফ, মাহবুব আলম, উত্তম পাল, রাসেল বাবু, শাহেদ সুমন, আরিফুল ইসলাম সাগর, ফরহাদ শারুখ, মো. সানি, মো. রাজু, মো. সাজু প্রমুখ নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি গিয়াস উদ্দিন বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বছরব্যাপী খাদ্য সহায়তা অংশ হিসেবে ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত নিম্ম আয়ের পাঁচশত পরিবারে হাতে পৌঁছে দিলাম সেই সাথে আগামীতেও সবধরনের সহায়তা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।