বাগদান সেরে স্ত্রীর ছবি শেয়ার করলেন তাহসান

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০৮ পূর্বাহ্ণ

দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পীঅভিনেতা তাহসান খান। সামাজিকমাধ্যমসহ দেশের গণমাধ্যমগুলোতে সারাদিন খবরটি প্রচার হলেও এ নিয়ে তাহসানের পক্ষ থেকে বক্তব্য মেলেনি তখনও। অবশেষে কথামতো ভক্তঅনুরাগীদের চমক দেখালেন তাহসান। খবর বাংলানিউজের।

গতকাল শনিবার নিজের ফেসবুক পেজে নববধূর সঙ্গে এক রোমান্টিক মুহূর্তের ছবি পোস্ট করে বিয়ের খবরের সত্যতা নিশ্চিত করলেন তিনি। ছবির ক্যাপশনে লিখলেন গানের লিরিক -‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ এই গানটির নেপথ্যে রয়েছে তাহসানের আবেগ। গানটির কথা লিখেছেন তিনি নিজেই। সুর করেছেন তাহসান ও সাজিদ সরকার যৌথভাবে। চার বছর আগে একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছিলেন তাহসান। সেখানে জিঙ্গেল আকারে গানটির লাইনগুলো গেয়েছিলেন তিনি। তখন দর্শকমহলে বেশ সাড়াও পেয়েছিল। গানটি প্রসঙ্গে সেসময় তাহসান বলেছিলেন, গানের কথা শুনলেই সবাই বুঝতে পারবেএখানে আমি আমার ব্যক্তিগত কথা বলছি, একজন নিজের মানুষ খুঁজছি হয়তো। সেই মানুষটার জন্য গানটা লেখা। আর সেই মানুষটি পেয়েই তাকে গানটি উৎসর্গ করলেন তাহসান।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব
পরবর্তী নিবন্ধছন্দ-ঘুঙুরের যে জীবন ধরা দিয়েছিল সেলুলয়েডে