বাগদান সারলেন নাবিলা!

| মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

নাবিলার পোস্ট করা ছবিতে দেখা যায়, তার বাঁ হাতের অনামিকা আঙুলে শোভা পাচ্ছে একটি আংটি। এ ছবির ক্যাপশনে নাবিলা লিখেছেন, অবশেষে আনুষ্ঠানিকভাবে এটি পেলাম। এরপর থেকেই নাবিলার সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন নাবিলা। ব্যক্তিগত জীবনে সত্যি বাগদান সেরেছেন কিনা তা নিয়ে বেশ রহস্য তৈরি করেছেন নাবিলা। অভিনেত্রী বলেন, এ বিষয়ে কথা বলা পারিবারিকভাবে নিষেধ আছে। সুতরাং উত্তর জানতে হলে আরো দুইদিন অপেক্ষা করতে হবে। আজ একটা ছবি দিয়ে ইঙ্গিত দিলাম। সামনে আরো ছবি আসবে। এরপর তিন দিনের মাথায় বিষয়টি সবাই জানতে পারবেন। তবে এটা নিশ্চিত করছি, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়নি। চট্টগ্রামের মেয়ে নাবিলা ইসলাম। ২০১৬ সালে নাটকে অভিনয় শুরু করেন তিনি। গত ৭ বছরে টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন নাবিলা।

পূর্ববর্তী নিবন্ধঅভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য কি ভাঙনের পথে!
পরবর্তী নিবন্ধডিজাইনার নীহারিকা মমতাজের এবদা জুয়েলারি ডিজাইনার অ্যাওয়ার্ড লাভ