বাগদাদ গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

ঋণখেলাপি মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ৫:৪২ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকা থেকে ঋণখেলাপি মামলায় বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, ঋণখেলাপি মামলায় ফেরদৌস খানকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে বিডিনিউজ জানায়, বাগদাদ গ্রুপের ব্যবসা আমদানি-রপ্তানি, পরিবহন, কৃষি, সামুদ্রিক মৎস প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, বীমাসহ নানা খাতে ছড়িয়ে রয়েছে। সিটি ব্যাংকের আইনজীবী নাঈম ভুঁইয়া বলেন, বাগদাদ গ্রুপের চেয়ারম্যানের কাছে ব্যাংকের পাওনা ৩১ কোটি ৫৬ লাখ ১৩৬২ টাকা। ঋণ নিয়ে তিনি তা পরিশোধ করেননি। পরে ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হয়। গ্রেপ্তারের পর বুধবারই ফেরদৌসকে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আইনজীবী নাঈম।

পূর্ববর্তী নিবন্ধবাসের ধাক্কায় সড়কে ওল্টে গেল খড় বোঝাই পিকআপ
পরবর্তী নিবন্ধভেলুয়ার দীঘি ও জোড় ডেবার সৌন্দর্যবর্ধন করবে চসিক, আপত্তি নেই রেলের