আঞ্জুমানে আশেকানে মদিনা কমপ্লেক্স পরিচালিত বাগদাদিয়া খানকাহ শরিফের আয়োজনে মাসিক মাহফিল গত শুক্রবার নগরের চকবাজারের জয়নগর লেন শাহ মঞ্জিলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরে ত্বরিকত শাহসুফি আবদুল হালিম আল মাদানী। তিনি বলেন, রাসুলের (সা.) প্রেম ও আউলিয়ায়ে কেরামের প্রেম হচ্ছে আল্লাহ তায়ালার নৈকট্য লাভের পূর্বশর্ত।
আলোচনায় অংশ নেন শেখ নজরুল ইসলাম মাহমুদ, অ্যাডভোকেট নাজমুল ইসলাম চৌধুরী, লায়ন মুহাম্মদ মাহতাব উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ হায়দার আলী, মোহাম্মদ ইকবাল বাহার চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব আলী, মোহাম্মদ নুরুদ্দীন, মুহাম্মদ ইব্রাহিম তানভীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।