আঞ্জুমানে আশেকানে মদিনা কমপ্লেক্সের অঙ্গ প্রতিষ্ঠান বাগদাদিয়া খানকাহ শরিফ সাবানঘাটা শাখা উদ্বোধন উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল গত ২২ নভেম্বর বাদে মাগরিব অনুষ্ঠিত হয়। চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকায় খানকাহ শরিফে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানকাহ শরিফের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ইসহাক।
এতে প্রধান অতিথি ছিলেন বাগদাদিয়া খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা, মদিনা শরিফ ও বাগদাদ শরিফের সাবেক খাদেম শাহসুফি আব্দুল হালিম আল মাদানি। তিনি বলেন, আল্লাহর সন্ধান পেতে হলে নবী–রাসুলের কাছে যেতে হবে। আর নবী ও রাসুল পেতে হলে অলি–আউলিয়ার কাছে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আব্দুল হাই আলকাদেরী ও নিয়াজ মাখদুম ফারুকী। বক্তব্য রাখেন তারেক শাহ, মোহাম্মদ জাহেদুল ইসলাম পাটোয়ারী, মোহাম্মদ ফজলুল হক, নুর উদ্দিন, মোহাম্মদ আলী, স ম জিয়াউর রহমান, মোহাম্মদ ইয়াকুব আলী, কাজী নাজমুল হাসান সেলিম, মোহাম্মদ ইদ্রিস মামুন, মোহাম্মদ নাছির উদ্দীন, অ্যাডভোকেট এম শফিকুল ইসলাম ও অধ্যাপক গোলাম রব্বানী। সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।