পূর্ব ইউক্রেনের বাখমুত নগরীকে ঘিরে ফেলতে সপ্তাহব্যাপী হামলা জোরদার করেছে রাশিয়া বাহিনী। ভাড়াটে সেনাদের ওয়াগনার গ্রুপসহ রুশ বাহিনী নগরীটিতে ইউক্রেনীয় সেনাদের সরবরাহ পথ বিচ্ছিন্ন করে ফেলতে চাইছে। সেখানে পরিস্থিতি কঠিন থেকে আরও কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
বাখমুতে ইউক্রেনীয় স্থলবাহিনীর কম্যান্ডার কর্নেল ওলেক্সান্দর সাইরিস্কিও নগরীর পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাকর বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার পরও শত্রুরা সবচেয়ে বেশি প্রস্তুতি নিয়ে রাখা ওয়াগনার ইউনিটকে লেলিয়ে দিয়েছে। তারা আমাদের সেনাদের প্রতিরক্ষা অবস্থান ভেঙে ফেলতে চেষ্টা করছে এবং নগরী ঘিরে ফেলতে চাইছে। রাশিয়ার আরআইএ বার্তা সংস্থা একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, বাখমুতের আকাশে চক্কর দিচ্ছে রাশিয়ান এসইউ–২৫ জঙ্গি বিমান। বাখমুত দখলে নিতে পারলে অর্ধবছরের মধ্যে এটিই হবে রাশিয়ার জন্য্ প্রথম বড় জয়। এতে দোনেৎস্ক অঞ্চলের বাকী শহুরে কেন্দ্রগুলো রাশিয়ার কবজায় চলে যাওয়ার পথ খুলে যাবে। অপরদিকে, ইউক্রেন বাখমুতকে নিজেদের প্রতিরক্ষার প্রধান দুর্গ হিসেবে ব্যবহার করে আসছে। নগরীর পতন হলে ইউক্রেনের প্রতিরোধ ভেঙে পড়ার আশঙ্কা আছে। ফলে যে কোনো উপায়ে বাখমুতের দখল ধরে রাখতে চায় কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বাখমুতকে আমাদের দুর্গ আখ্যা দিয়ে বলেন, এই নগরীকে শেষ পর্যন্ত সুরক্ষিত রাখতে হবে। রাতের বেতার ভাষণে তিনি বলেন, আমাদের অবস্থান সুরক্ষিত রাখার জন্য যেগুলো কাজে লাগানো যায়, এমন সবকিছু রাশিয়া বাহিনী অবিরাম ধ্বংস করছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া বাখমুতের চারপাশের বসতিগুলোতে গোলা হামলা চালাচ্ছে। এসব বসতিতে ৭০ হাজার মানুষের বাস ছিল। কিন্তু এখন সব ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।