ইউক্রেনের নতুন আক্রমণের মুখে বাখমুত শহরের উত্তরাঞ্চল থেকে রুশ বাহিনী খানিকটা পিছু হটেছে বলে স্বীকার করে নিয়েছে মস্কো। শুক্রবার তাদের এই স্বীকারোক্তির পর রাশিয়ার ওয়াগনার বাহিনীর প্রধান এই পিছু হটাকে ছত্রভঙ্গ হওয়া আখ্যা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেন এর আগে বাখমুতের দক্ষিণেও অগ্রসর হওয়ার কথা জানিয়েছিল। কিয়েভ যে সমন্বিতভাবে শহরটিতে থাকা রুশ সেনাদের ঘেরাও করতে চায় ভাষ্যে তার ইঙ্গিত রয়েছে। গত কয়েক মাস ধরে মস্কোর প্রধান উদ্দেশ্য ছিল বাখমুতের পূর্ণাঙ্গ দখল নেওয়া। শহরটির বেশিরভাগ অংশ এখন তাদের নিয়ন্ত্রণে থাকলেও কয়েক মাসের চেষ্টায়ও তারা পুরো শহরটি কব্জায় নিতে পারেনি। তিন দিনের পাল্টা আক্রমণে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বাখমুতের ১৭ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করতে পেরেছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন ইউক্রেনীয় বাহিনীর পূর্ব গ্রুপের মুখপাত্র সেরহি চেরেভাতিয়ি। খবর বিডিনিউজের।
বাখমুতে এই অগ্রগতি ছয় মাসের মধ্যে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সবচেয়ে বড় অর্জন, তবে তাদের কাঙ্ক্ষিত, দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করা বসন্তকালীন আক্রমণের বিষয়ে বা সেটি শুরু হয়ে গেছে কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত বা বিস্তারিত কিছু এখনও বলেনি তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনাশেনকভ বলেছেন, ইউক্রেন হাজারের বেশি সৈন্য ও ৪০টি ট্যাংক নিয়ে বাখমুতের উত্তরে আক্রমণ শানিয়েছিল। তাদের এ ভাষ্য সত্য হলে, এটি ছিল নভেম্বরের পর ইউক্রেনের সবচেয়ে বড় আক্রমণ। রুশরা ইউক্রেনের ২৬টি আঘাত প্রতিহত করেছে কিন্তু একটি এলাকায় পিছু হটে উত্তরপশ্চিমের তুলনামূলক সুবিধাজনক একটি এলাকায় গিয়ে পুনরায় অবস্থান নিয়েছে, বলেছেন কনাশেনকভ। বাখমুতে রাশিয়ার হয়ে যুদ্ধে নেতৃত্ব দেওয়া ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন এক অডিও বার্তায় তীব্র ভর্ৎসনার সুরে বলেছেন, কনাশেনকভ যা বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে সেটি পরিকল্পিত পিছু হটা নয়, ছত্রভঙ্গ হওয়া।











