বাকি অনেক কথা

ঐন্দ্রিলা দত্ত | রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

রোজ বিকেলের আমন্ত্রণে

তোমার বুকে মুখটা গুঁজি,

অনেক কথা রইলো বাকি

তোমায় নিয়ে সন্ধ্যে আঁকি।

রাত দুপুরে তোমার কাঁধে

ভরসাগুলোর মালা গাঁথি,

অনেক কথা রইলো বাকি

তোমার ঠোঁটে মায়া বাঁধি।

মনের আবেগ ঝরে গিয়ে

তোমায় নিয়ে কাব্য লিখি,

অনেক কথা রইলো বাকি

কালান্তরের সময়ব্যাপী।

কারাগারের দ্বারটা তবে

কপাট সমেত লাগলো জোরে,

অনেক কথা রইলো বাকি

দূরে গিয়ে থাকলো ফাঁকি!

পূর্ববর্তী নিবন্ধদাম্পত্য ও দায়িত্ব
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে