সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা ও পরিকল্পণার ভিত্তিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস মহানগর শাখা গঠনকল্পে আজ সকাল ১১.৩০ মিনিটে ওমরগণি এমইএস কলেজ মিলনায়তনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাকশিস কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। উদ্বোধন করবেন বাকশিস, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খান, অতিথি থাকবেন অধ্যাপক ফাউজুল কবির, প্রধান বক্তা থাকবেন জেলা সম্পাদক অধ্যাপক আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, বাকশিস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।