বাকশিস’র আলোচনা সভা

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতিবাকশিস চট্টগ্রাম জেলা ও মহানগর শাখার উদ্যোগে গত ১৪ ডিসেম্বর বাকশিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন বাকশিস কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক মো. আবু তাহের চৌধুরী। বাকশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ সমীর কান্তি দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বকর ছিদ্দিকী, জেলা কমিটির সহসভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়ব, শিক্ষানুরাগী শফিকুল ইসলাম, অধ্যক্ষ জামাল উদ্দিন, অধ্যাপক আবুল মনছুর দৌলতী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধমাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার মতবিনিময়