বাকলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীনের স্মরণ সভা

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

আলহাজ্ব নুরুর রহমান নুর জাহান ফাউন্ডেশনের আয়োজনে গতকাল জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান, বাকলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীনের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আরশাদুর রহমানের সভাপতিত্বে এবং কাজী খায়রুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।

অনুষ্ঠানের শুরুতে মেয়রকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন স্কুলের শিক্ষকশিক্ষিকাবৃন্দ এবং ফুলেল শুভেচ্ছা জানান হাজী আমিনুর রহমান রোড সমাজ কল্যাণ কমিটির নেতৃবৃন্দ। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক হাজী মোহাম্মদ হোসেন, সদস্য সচিব মঈনুদ্দিন নুর তারেক, আনোয়ার হোসেন লিপু, সদস্য কামরুল ইসলাম, ইয়াছিন চৌধুরী আছু, নুর আকতার সওদাগর, হাজী নবাব খাঁন, এস. এম. মফিজউল্ল্যাহ, এয়াকুব চৌধুরী নাজিম প্রমূখ।

মেয়র বলেন, মরহুম আফতাবুর রহমান শাহীন ছিলেন একজন দানবীর, নিরহংকারী ও ত্যাগী রাজনীতিবিদ। খুব সহজেই তিনি সবাইকে আপন করে নিতে পারতেন, আজকের দিনে যা বিরল। তার জীবনের আদর্শ ও সমাজসেবামূলক কার্যক্রম আমাদের এবং তার উত্তরসূরীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি সৈয়দবাড়ি দরবারের জশনে জুলুস ৫ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধজরিমানা নয়, পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়া উচিত