বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন গতকাল শুক্রবার দুপুর ২টায় রাজধানীর একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তিনি চাকতাই আমিনুর রহমান রোডস্থ ব্যবসায়ী সমাজসেবক জুলেখা আমিনুর সিটি কর্পোরেশন স্কুল ও বায়তুন নুর মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম নুরুর রহমানের পুত্র।
আফতাবুর রহমান শাহীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম চেম্বার পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, চাকতাই ট্রেড এসোসিয়েশনের সভাপতি এম এ হায়দার চৌধুরী, সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ী নেতা মুহাম্মদ জামাল হোসেন, চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, সমাজ কমিটির সভাপতি জসিম উদ্দিন মিন্টু, চট্টগ্রাম ডাল ব্যবসায়ী নেতা এস এম সেলিম, মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, নারী ও শিশু অধিকার ফোরাম নগর কমিটির আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালী প্রমুখ। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











