বাকলিয়া থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সভা

| বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের আওতাধীন বাকলিয়া থানা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার নগরীর রহমতগঞ্জস্থ মহানগর পূজা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাকলিয়া থানা পূজা পরিষদের সভাপতি মাস্টার মিত্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহুল মিত্র বাপ্পার পরিচালনায় সভায় উদ্বোধক ছিলেন পরিষদের সাবেক সভাপতি ও মহানগর পূজা পরিষদের সদস্য ডা. নেহরু লাল ধর। শুরুতে গীতা থেকে পাঠ করেন মিলন কুমার শীল।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী। প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, সহসভাপতি প্রদীপ শীল, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, অ্যাড. শ্যামল চৌধুরী, রিপন রায়, অমিত ঘোষ, লিটন কুমার শীল, আঞ্চলিক কমিটির পক্ষে বক্তব্য রাখেন ডা. মুখেশ চন্দ্র শীল, জলসন ধর, খোকন দাশ, নিত্যগোপাল দে, চয়ন দাশ, শুভ দাশ, অর্গ চক্রবর্তী, শাওন চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এবার মা দুর্গা আগমন করছেন গজে অর্থাৎ হাতিতে করে। যেটা সনাতন ধর্মমতে অত্যন্ত শুভ, এই শুভ সূচনাটি আমাদের জীবনে আজীবন পরিপূর্ণ থাকুক। সভায় বক্তারা দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান ক্লাব ও গহিরা আল-ইত্তিহাদ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধ১১ এতিম শিশু পেল তিনমাসের খাদ্যসামগ্রী