বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত সোমবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমইবি গ্রুপের এম ডি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ শামশুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ শাহজাহান। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু তাহেরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বরুণ কুমার চক্রবর্ত্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির আহ্বায়ক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া ও সাস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করেন। অনুষ্ঠানের আগে ধমীয় গ্রন্থ পাঠ, জাতীয় সংগীত ও উদ্বোধনী সঙ্গীতের সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।











