বাকলিয়ায় ১০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিডিএ’র অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৭:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উচ্ছেদ অভিযানে নগরীর বাকলিয়া এলাকায় ১০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অব্দি বাকলিয়া এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ( যুগ্ম জেলা ও দায়রা জজ ) তাহমিনা আফরোজ চৌধুরী। এই সময় প্রকল্প পরিচালক কাজী কাদের নেওয়াজ সহকারী প্রকৌশলী দীপক বডুয়া, ইমারত পরিদর্শক আব্দুল রশিদ, স্বপন চন্দ্র ভৌমিক, খোকন দে, পেশকার ফয়েজ আহমেদ, অফিস সহকারী মিথু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলবণ উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন
পরবর্তী নিবন্ধসড়ক ও নালা নির্মাণে ৩ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্প উদ্বোধন