চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এসকান্দর মির্জা (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি ফটিকছড়ি থানায় দায়ের করা একাধিক মামলার আসামি। বর্তমানে নগরীর বাকলিয়ায় নানা অপরাধে জড়িত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আশরাফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাকলিয়ার বাস্তুহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে বাকলিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।
পুলিশ জানায়, গ্রেপ্তার এসকান্দর মির্জা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নের উত্তর রোসাংগিরী গ্রামের বাসিন্দা। তিনি মঙ্গল চাঁদ তালুকদার বাড়ির ফোরক আহমদের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, এসকান্দর মির্জা ফটিকছড়ি থানার জিআর-৭৪ নম্বর মামলাসহ একাধিক মামলার আসামি। ১৯৯৬ সালেও তার বিরুদ্ধে একাধিক মামলা ছিলো।
স্থানীয়ভাবে তার বিরুদ্ধে বাকলিয়ার বাস্তহারাসহ বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকার জমি সংক্রান্ত বিরোধ ও দখল সংক্রান্ত অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা করার তথ্য পাওয়া যায়নি। কারণ তার ভয়ে কেউ বাকলিয়ায় মুখতো না বলে অভিযোগ।
গ্রেপ্তারকৃতকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ।












