বাকলিয়ায় সুন্নীজোট প্রার্থী ওয়াহেদ মুরাদের সমর্থনে মহিলা সমাবেশ

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ বলেছেননরনারী এ দুই অংশের কোন একটিকে বাদ দিলে মানব সমাজ পূর্ণতা পায় না। রাষ্ট্র ও কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাওয়া যায় না। সকল ক্ষেত্রে নারীর মর্যাদা ও অধিকারকে ইসলাম সুনিশ্চিতভাবে সমুন্নত করলেও নারীরা অবহেলিত এবং বৈষম্যের শিকার। সমাজ বাস্তবতায় নারীরা কেবলই ভোগের সামগ্রী হিসেবে বিবেচিত হয়। আধুনিক সভ্যতায়ও নারীরা অবাঞ্ছিত নিপীড়ন ও নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। এছাড়া অভিশপ্ত যৌতুকের বলিতে পরিনত হচ্ছে প্রতিনিয়ত। সম্মান ও মর্যাদার বিবেচনায় নারীকে পুরুষের চেয়ে হীন বা নীচ মনে করা কোনভাবেই ইসলাম স্বীকৃত নয়। নির্বাচিত হলে নারী নির্যাতন, নিপীড়ন, ইভটিজিং ও যৌতুক বন্ধসহ নারী উন্নয়নে শরয়ী নির্দেশনার আলোকে ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করে তিনি তাঁর চেয়ার প্রতীকে ভোট প্রদানের জন্য নারীদের প্রতি উদাত্ত আহবান জানান। গত জুমাবার আসন্ন নির্বাচনে চট্টগ্রাম৯ আসনে বৃহত্তর সুন্নীজোট সমর্থিত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ বাকলিয়া ১৯ ওয়ার্ডে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে তিনি উপরোক্ত মন্তব্য করেন। বিশিষ্ট সংগঠক এম শাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেনমাওলানা মুহাম্মদ জাহিদ কাদেরী, মাওলানা মুজাহিরুল হক, হাফেজ মাওলানা মুহাম্মদ মফিজ উদ্দিন, মাওলানা আসহাব উওদ্দন তাজবির, মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ জাহাঙ্গীর আনসারী মোহাম্মদ লিয়াকত আলী, মোঃ সাইফুল ইসলাম লিটন, মোহাম্মদ ইউসুফ কবির, মোহাম্মদ শাহজাহান, মাওলানা মমিনুর রহমান সাঈদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ হালিশহরে জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগ
পরবর্তী নিবন্ধজনগণ এবার আমানত সংরক্ষণ নিশ্চিত করতে দাঁড়িপাল্লায় ভোট দিবে