বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিল্স-এর উদ্যোগে তৈরি পোশাক শিল্প ও মৎস্যজীবী শ্রমিকদের অংশগ্রহণে সচেতনতামূলক ক্যাম্প ও কোভিড-১৯ পরিস্থিতিতে শ্রমিকদের করণীয় সংক্রান্ত বিল্স প্রকাশনা ও প্রচার উপকরণ বিতরণকল্পে সভা নগরীর বাকলিয়ার ক্ষেতচরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি শ্রমিকনেতা এ এম নাজিমউদ্দিন। বক্তব্য রাখেন পাহাড়ী ভট্টাচার্য, মো. আলী, উজ্জ্বল বিশ্বাস, নজরুল ইসলাম খোকন, গোলাম রাব্বানী, বাবুল দাশ, মো. ইউসুফ ও উর্মি আক্তার।
এতে সভাপতিত্ব করেন আহমেদ উল্লাহ কালু। বক্তারা বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে কাজ ও আয়ের অপর্যাপ্ত সুযোগ, প্রতিষ্ঠানভেদে অনাকাঙ্ক্ষিত লে-অফ ও অনভিপ্রেত শ্রমিক ছাঁটাইয়ের কারণে শ্রমজীবী মানুষ উদ্বিগ্ন। একই সাথে জীবন ও জীবিকা সুরক্ষার সংগ্রামে তাদের লিপ্ত হতে হচ্ছে। অংশগ্রহণকারীরা তাদের কর্মপরিবেশের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।