বাকলিয়ায় শফি ফাউন্ডেশনের সেলাই মেশিন ও খাদ্য বিতরণ

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৩১ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়াস্থ সৈয়দ শাহ রোডে গত ২২ অক্টোবর আলহাজ্ব এস.এ.এম শফি ফাউন্ডেশন উদ্যোগে হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এস.এ.এম শাহাদাত হোসাইন ও তাঁদের পরিবারের সহায়তায় এলাকার অসহায় নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। এসময় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এ.এম শাহাদাত হোসাইন। অতিথি ছিলেন স্বাশিপ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, ড. সাইফুর রহমান চৌধুরী, আকতার উদ্দীন রানা, খোরশেদ আলম। স্বাগত বক্তব্য রাখেন হাসনে হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ তালুকদার। বক্তারা এ ধরনের কর্মকাণ্ডে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিপিডিএলের ইনোভেটিভ ইনভেস্টমেন্ট এক্সপো বিনিয়োগ সেবা কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধসন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার মাস্ক বিতরণ