বাকলিয়ায় যুবকের আত্মহত্যা

৯৯৯-এ ফোন পেয়ে লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন মাস্টারপুল বউ বাজার এলাকায় দেলোয়ার হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ৯৯৯-এ ফোন পেয়ে ঝুলন্ত অবস্থায় দেলোয়ারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দেলোয়ার কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন সোনাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি টেইলার্সে কাজ করতেন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, পারিবারিক কলহের জেরে ওই যুবক গলায় ফাঁস দিয়েছেন বলে জানা গেছে। দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকলিয়া থানার এসআই ইয়াসির আরাফাত বলেন, দেলোয়ারের স্ত্রী ভোর ৬টায় গার্মেন্টেসের চাকুরিতে চলে যান। সকাল ৯টার দিকে দেলোয়ারের ভাই চারদিকে দরজা বন্ধ পেয়ে হাতুড়ি দিয়ে ভেঙে দেখেন, তিনি ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলে আছেন।
এরপর তারা ৯৯৯-এ ফোন দেন। আমরা কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

পূর্ববর্তী নিবন্ধ৪৩ মামলায় ১২ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দ্বিতীয় ডোজ নিলেন আরো ৭ হাজার