বাকলিয়ায় ম্যাক্সিমার পেছনে ট্রাকের ধাক্কা নারী আহত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

নগরের বাকলিয়ায় চলন্ত ট্রাকের ধাক্কায় ম্যক্সিমার (সিএনজিচালিত অটোরিকশা) এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন আরো পাঁচ যাত্রী। দুর্ঘটনার পরপরই দুই গাড়ির চালক পালিয়ে যায়। আহত যাত্রীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল সন্ধ্যায় বাকলিয়ার রাহাত্তারপুল ওভারব্রিজের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত্তারপুল প্রধান সড়কে ওভারপাসের কাছাকাছি স্থানে একটি ম্যাক্সিমা পাঁচ যাত্রী নিয়ে নতুন ব্রিজের দিকে যাচ্ছিল। এ সময় ওভারপাসের সামনের অংশে একটি ট্রাক পেছন দিক থেকে ম্যাক্সিমাটিকে ধাক্কা দেয়। ট্রাক চালক সতর্ক থাকার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা। ঘটনাস্থলে যাওয়া পুলিশের উপ-পরিদর্শক এনামুল সাংবাদিকদের বলেন, রাহাত্তারপুল থেকে একটি ম্যাক্সিমা নতুন ব্রিজের দিকে যাওয়ার সময় একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজন নারী আহত হয়েছে। লোকজন ওই মহিলাকে হাসপাতালে নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারী রুট ৮ দিন পর সচল ডেমু ট্রেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত ২২২ জন, ৭৮% রোগী শহরের