বাকলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় রিকশা চালকের মৃত্যু

গ্রেপ্তার ১, গাড়ি জব্দ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ জুলাই, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় আবদুল মতিন (৩৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বহদ্দারহাট সংযোগ সড়কের কালামিয়া বাজার লিজা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রিকশা চালকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রিকশা আরোহী গার্মেন্টস শ্রমিক ছকিনা (৪০), জোসনা (২৫) ও তাসলিমা (২৭) আহত হয়েছেন। তারাও চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিকশা চালক নিহতের ঘটনায় ঘাতক মাইক্রো চালক সাদ্দাম হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। পুলিশ ঘাতক মাইক্রোবাসটিও (ঢাকামেট্রো-চ-৫২-০১১৬) জব্দ করেছে। এদিকে রিকশা চালক আবদুল মতিনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার মাইক্রো চালককে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেছেন ভিকটিমের স্ত্রী তসলিমা বেগম। নিহত আবদুল মতিনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার করিমপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে নতুন চাক্তাই নয়াবাজার এলাকায় বসবাস করতেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, কালামিয়া বাজারে মাইক্রোবাসের ধাক্কায় রিকশা চালকসহ আহত ৪ জনকে সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালে আনা হয়। দুইজনকে নিউরোসার্জারি ও দুইজনকে অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করা হয়। সকাল সাড়ে ১০ টার দিকে নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রিকশা চালকের মৃত্যু হয়েছে।
বাকলিয়া থানার ওসি রুহুল আমিন দৈনিক আজাদীকে বলেন, মাইক্রোবাসের ধাক্কায় রিকশা চালক নিহত হওয়ার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আমরা ওই মামলায় মাইক্রোবাসের চালক সাদ্দামকে গ্রেপ্তার দেখিয়েছি। শুক্রবার তাকে আদালতে তোলা হবে। ঘাতক মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটিকার নিবন্ধন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে খাবার খেয়ে একই পরিবারের ৭ জন অজ্ঞান