বাকলিয়া থানাধীন বাস্তুহারা ক্ষেতচর এলাকার কৃষ্ণ মন্দির থেকে চুরি হওয়া শিবলিঙ্গ মুর্তিটি উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মুর্তি চোর শুভ দে (২১) নামে এক যুবককে চন্দনাইশ থেকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত ১৩ এপ্রিল সকাল ১০টার দিকে মুর্তিটি চুরি করে নিয়ে যায় শুভ দে। চুরির ঘটনায় গতকাল মন্দির কর্তৃপক্ষের পক্ষে অরুণ দাশ নামে এক ব্যক্তি বাকলিয়া থানা মামলা দায়ের করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, কষ্টি পাথরের মনে করে শিবলিঙ্গ মুর্তিটি আসামি চুরি করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। আসলে মুর্তিটি ছিল সাধারণ পাথরের।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এবং গোপণ সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থেকে আসামি শুভকে গ্রেপ্তার করি।











