নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় বাসের ধাক্কায় সজীব মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নবাবখার কলোনির নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। সজীব মিয়া ওই এলাকার দানু মিয়ার ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক বলেন, বিকেলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু সজীব। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।