বাকলিয়ায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন শিক্ষা উপমন্ত্রী

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের মিয়াখান নগর, চর চাকতাই এলাকায় বিভিন্ন কলোনীতে গিয়ে নিজের ব্যক্তিগত তহবিল থেকে গত ৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদুল আযহার উপহার হিসেবে ৫০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। এই সময় তিনি এসব ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষা উপমন্ত্রী বলেন, জ্বালাওপোড়াও, জঙ্গিবাদ ও সামপ্রদায়িকতাসহ দেশিবিদেশি নানা ষড়যন্ত্র, বাধা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে চলেছে। বর্তমান সরকারের সময়ে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন এমন কোনো খাত নেই যে খাতে অগ্রগতি সাধিত হয়নি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

উপমন্ত্রীর সাথে ছিলেন ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজিম নুরু, নগর যুবলীগের সহসভাপতি কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, চট্টগ্রাম পুরাতন কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাদল, অর্থ সম্পাদক নুর মোহাম্মদ,

বখতিয়ার উদ্দিন ফারুক, নাদিম উদ্দিন, জসিম উদ্দিন ভূঁইয়া, ইসমাইল, আলামিন, কালাম, দুলাল, নজরুল, মান্নান হিরন মোহন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজনীতিবিদের উজ্জ্বল উদাহরণ আফছারুল আমীন : মেয়র
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি ঘটকের আশ্রয় নিয়েছে