বাকলিয়ায় পুলের নিচে পাইপ সরাতে ওয়াসাকে অনুরোধ সুজনের

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ১১:৪৯ পূর্বাহ্ণ

পূর্ব বাকলিয়ার ইছহাকের পুলের নিচে পানি সরবরাহের পাইপ সরিয়ে নিতে ওয়াসাকে অনুরোধ জানিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল মুঠোফোনে তিনি এ অনুরোধ জানান। জানা গেছে, গতকাল সকালে বির্জা খালে পরিষ্কার কার্যক্রম শুরু করেন প্রশাসক। এসময় তিনি জানতে পারেন, ইছহাকের পুল এলাকায় বৃষ্টিতে জলজট সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান প্রশাসক।
পরিদর্শনকালে প্রশাসক পুলের নিচে ওয়াসার সংযোগ লাইনের দুটি বিশাল আকৃতির লোহার পাইপ দেখতে পান। আর এ পাইপের সংযোগ লাইনের সাথে কচুরিপানা, ঘাস, বিভিন্ন আগাছা, লতা-গুল্ম আটকে খালের পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এ সময় চসিকের শতাধিক শ্রমিক দিয়ে আর্বজনা পরিষ্কার করা হয়। একইসঙ্গে পাইপ লাইনের কারণে খালের পানি প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য বিকল্প ব্যবস্থা নিতে ওয়াসার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট প্রকৌশলীকে ঘটনাস্থল থেকে ফোন করেন প্রশাসক। প্রয়োজনে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলবেন বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধতালিকায় আলুর মূল্য ৩০, বিক্রি ৩৬ টাকা
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম