বাকলিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

নগরের বাকলিয়ায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনের ৬ তলা থেকে পড়ে কিশোর মুহাম্মদ রুহান নিহত হয়েছে। নিহত কিশোর ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের হাজিরখিল এলাকার বাসিন্দা। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মালিকের নির্দেশে আজকেও বহুতল ভবনে কাজ করতে গিয়ে অসাবধানবশত নিচে পড়ে যায় রুহান। আহত অবস্থায় কিশোর রুহানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায মারা যান।

পূর্ববর্তী নিবন্ধনগরে গণপরিবহন ও সিএনজির ভাড়া নিয়ে নৈরাজ্য
পরবর্তী নিবন্ধমনোরোগ বিভাগে বিকালের পর থাকেন না চিকিৎসক