বাকলিয়ায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ বিএনপি গণমানুষের দল : শাহাদাত

| শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ ত্রাণ দেয় না। কিন্তু ত্রাণ চুরি করে। তাও আবার সরকারি ত্রাণ। বিএনপি যখন সত্য কথা বলে নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা নির্যাতন মিথ্যা মামলা দেওয়া হয়। গণমানুষের দল হচ্ছে বিএনপি। উন্নয়নের দল হচ্ছে বিএনপি। তিনি গতকাল শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে অসহায় দরিদ্র ৫শ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বক্তা নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এই অবৈধ সরকার জনগণের কন্ঠরোধ করে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিশেষ অতিথি আবু সুফিয়ান বলেন, বিএনপি জনগণের দল হিসাবে জনগণের সুখে দুঃখে আছে, আগামীতেও থাকবে। ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেকান্দরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমরান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, এম আই চৌধুরী মামুন, সৈয়দ আমিন মাহমুদ, অধ্যক্ষ খোরশেদ আলম, ইসমাইল বাবুল, এমদাদুল হক বাদশা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহামারীতে রেড ক্রিসেন্টের মানবিক সেবা অনন্য দৃষ্টান্ত
পরবর্তী নিবন্ধশোভনদণ্ডী উচ্চ বিদ্যালয়ের সাবেক ৫ শিক্ষককে সম্মাননা