বাকলিয়ায় দুই ঘণ্টার আগুনে পুড়ল ৬৮ বসতঘর

আজাদী অনলাইন | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার রাজাখালীতে দুই ঘণ্টার আগুনে পুড়ল ৬৮টি কাঁচা বসতঘর। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা বলে জানায় ক্ষতিগ্রস্তরা। রবিবার (৬ মার্চ) ভোর ৪টা ৩০ মিনিটে বাকলিয়া থানার রাজাখালীর জামাই বাজারের প্রেম কলোনির বস্তিঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘ভোরে রাজাখালীর জামাই বাজারের পাশের বস্তিতে আগুন লাগার খবর পেয়ে আমাদের নন্দনকানন, চন্দনপুরা ও লামারবাজার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনে মুহুর্তের মধ্যে বস্তিতে থাকা ৬৮ কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি প্রায় ৯০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন থেকে পালিয়েছে ১২ লাখ মানুষ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা মুফতি জকোরিয়া গ্রেফতার