চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক হাজার দুই শত পাঁচ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা করেছে ডিবি পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
গ্রেপ্তার দুইজন হলেন- কক্সবাজার চকরিয়া এলাকার শাজাহান (৪৪) এবং কক্সবাজার মডেল থানা এলাকার মোঃ জাবের (২০)।
এসময় তাদের কাছ থেকে এক হাজার দুই,শ পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে বাকলিয়া থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডিবির উত্তর/দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান প্রাংয়ের নির্দেশনায় এ অভিযান চালান এসআই মোহাম্মদ তারেক আজিজ। তাঁর সঙ্গে ছিলেন এসআই মহিউদ্দিন রাজু ও টিমের অন্যান্য সদস্যরা।
অভিযানের পর দুজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, ইয়াবাগুলো উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে কম দামে কিনে চট্টগ্রামে এনেছিল বিক্রির জন্য। ডিবি পুলিশ জানিয়েছে, রেকর্ড ঘেঁটে দেখা গেছে, শাহজাহানের নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদক মামলার রেকর্ডও রয়েছে।