বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডে গতকাল বৃহস্পতিবার সকালে সৈয়দ শাহ রোডসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালান। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম –৯ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।গণসংযোগকালে ডা. এ কে এম ফজলুল হক বলেন, জনগণের রায়ে বিজয়ী হতে পারলে চট্টগ্রাম–৯ আসনকে একটি আধুনিক, উন্নয়ন ও জনকল্যাণমুখী আসনে পরিণত করবো। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব। গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











